বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা চাঁদপুর পৌর, সদর উপজেলা ও হাইমচর উপজেলার সকল মসজিদে একযোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চিশতীয়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চিশতীয়া জামে মসজিদের খতিব মাও. হাফিজ আহমেদ আনসারী এবং মিলাদ পরিচালনা করেন মসজিদের সানি ইমাম মো. নূরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
স্টাফ রিপোর্টার/
২ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur