Home / জাতীয় / পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১১ লাখ ৭৯ হাজার
election

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১১ লাখ ৭৯ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১১ লাখ ৭৯ হাজার ১শ ৩৮ জন। এর মধ্যে ৫ লাখ ৪ হাজার ২শ ৫৯ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে।

এ ছাড়া ১০ লাখ ২২ হাজার ৯ শ ৫৭ জন পুরুষ এবং ১ লাখ ৫৬ হাজার ১শ ৭৯ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি,ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।

জা নু য়া রি ১ , ২ ০ ২ ৫
্এ জি