সাবেক তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ঐতিহাসিক জানাযার সাক্ষী হলো কচুয়া উপজেলাবাসী।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে গায়েবানা জানাযার নামাজ পড়ান সফিবাদ নূরানীয়া হাফেজিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জয়নাল আবদীন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সফিবাদ পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল জলিল। এসময় ৪নং পালাখাল মডেল ইউনিয়নের প্যানেল চেয়াম্যান মোঃ জাকির হোসেন মোল্লা, বিএনপি নেতা হাজী হেদায়েত উল্লাহ পবন, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ডা. জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জজ মিয়া, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর সাধারণ সম্পাদক প্রত্যাশি গাজী ইব্রাহীম, উত্তর পালাখাল মোড়ের ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, মোঃ জামাল হোসেন শিকারী ও শাহাবুদ্দীনসহ আরো অনেক। পরে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur