Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া
প্রেসক্লাবে

খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেন। গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ছিল অনন্য ও ঐতিহাসিক।

বক্তারা আরও বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে তিনি দক্ষতা ও দৃঢ় নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত করেছেন। তাঁর আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বগুণ তাঁকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশের চলমান ক্রান্তিকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক প্রভাবশালী নেত্রীকে হারালো।

সাংবাদিক নেতারা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা সাংবাদিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকসভায় বেগম খালেদা জিয়ার জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এম কে মানিক পাঠান, মশিউর রহমান মাস্টার, কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ন রবি দাশ,
শিমুল হাছান, এস এম ইকবাল, এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, জাহিদ হাসান। সদস্য ফাহাদ খান, আব্দুল কাদির, এফ এ মানিক, শামিম হাছানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ ডিসেম্বর ২০২৫