বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জে গণদোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা পরিষদ বালুর মাঠে এ গণদোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের আহ্বানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণদোয়ার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও আন্দোলন দেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলালী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রসৈনিক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো। এ শোকের সময়ে দল-মত নির্বিশেষে সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনায় একত্রিত হয়েছে।
সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বাজার জামে মসজিদের খতিব ও মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম খান।
গণদোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur