কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়ে উল্লাসিত শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের পাটওয়ারী। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, সিনিয়র শিক্ষক আমেনা আক্তার মুক্তা, তাহমিনা আক্তার, সাইফুল ইসলাম পাটোয়ারী, রামকৃষ্ণ দাস, নাঈম হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur