Home / চাঁদপুর / চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর ফলাফল প্রকাশ ও মা সমাবেশ
চিল্ড্রেন

চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী। বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ।‌

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক হাফেজ মোঃ কবির খলিফা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন ও নাজমুল হোসাইনে পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক সুমন চন্দ্র শীল, সিনিয়র শিক্ষক রাবেয়া আক্তার। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।

ফলাফল প্রকাশ করে প্রত্যেক শ্রেণীর ৩জন করে মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও গত এক বছরে বিদ্যালয়ের ক্লাসে সবোর্চ্চ উপস্থিত থাকা শিক্ষার্থীদের অভিভাবকদের বিশেষ ভাবে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ—এই তিনটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর চিল্ড্রেন একাডেমী দীর্ঘদিন ধরে পাঠ্য শিক্ষার পাশাপাশি শিষ্টাচার, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, মায়েরাই সন্তানের প্রথম শিক্ষক। তাই মা সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন ও সম্পৃক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ। সন্তানের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব যেন হয় মানবিক, আলোকিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ।

সবশেষ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আমেনা বেগম, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীনা আক্তার, জাকিয়া ইসলাম, রোমান হোসেন, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা আক্তার দিবা, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, আফরিন আক্তা, ইতি রানী দেবনাথ, নিশাদ নাহিদ, স্মৃতি আক্তারসহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

স্টাফ রিপোর্টার/
২৯ ডিসেম্বর ২০২৫