চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের জাতীয় নাগরিক পার্টির ( NCP) মনোনীত প্রার্থী ইশরাত জাহান বিন্দু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহীদ আব্দুর রহমানের মমতাময়ী মাকে সাথে নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করছেন।
এসময় এনসিপির মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব শক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচীব এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী ইশরাত জাহান বিন্দু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সোমবার মনোনয়নপত্র জমা দেব।সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur