আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাংবাদিক জাকির হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিক জাকির হোসেন বলেন, “চাঁদপুরকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকতা জীবনে আমি সবসময় সাধারণ মানুষের কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার জনগণের প্রতিনিধিত্ব করতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বিশ্বাস করি, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. হারুনুর রশিদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার,
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur