বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখাকে কেন্দ্র করে আজও ঝিনাইদহে সর্তকাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রায়কে কেন্দ্র করে জেলায় যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে জেলায় যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে।
শহরের ১৩ টি স্থানে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে এবং ৬টি ভ্রাম্যমান টিম টহল দিচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি দফতর ও স্থাপনায় পুলিশি কঠোর নজরদারী রয়েছে।
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট
||আপডেট: ০৯:১০ পিএম, ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur