Home / চাঁদপুর / শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি
ডিসি

শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি

গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট আরও বেড়েছে। এই শীতের তীব্রতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের
গাছতলা ব্রিজের পাশে বেদে পল্লীতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার শীতবস্ত্র (কম্বল) নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি অর্ধশতাধিক বেদে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন,“শীত প্রকৃতির নিয়ম, কিন্তু শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের অবহেলিত জনগোষ্ঠী—বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষরা যেন শীতে কষ্ট না পান, সেই লক্ষ্যেই আমরা তাদের পাশে এসেছি। চাঁদপুর জেলার একজন মানুষও শীতে কষ্ট পাবে—এটা আমরা চাই না।”

তিনি আরও বলেন,“সরকার শুধু নীতিনির্ধারণেই সীমাবদ্ধ নয়, মাঠপর্যায়ে এসে মানুষের কষ্ট অনুভব করাটাই প্রশাসনের আসল কাজ। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শীতবস্ত্র পেয়ে বেদে পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
২৭ ডিসেম্বর ২০২৫