চাঁদপুর-ঢাকা রুটে বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অপর একটি বাস সার্ভিস কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক, পদ্মা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, আল আরাফাহ লিমিটেডের কোনো বৈধ রুট পারমিট নেই। চাঁদপুরের কোনো যাত্রী বহন করতে পারবে না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার দাপটে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যবহার করে তাদের সার্ভিস টিকিয়ে রেখেছিলো। বর্তমানেও তারা একই কায়দায় অবৈধ বাস সার্ভিস চালু অব্যাহত রেখেছে। এমনকি তাদের টার্মিনাল ও কাউন্টার স্থাপনের বৈধ কোনো অনুমতি নেই।
এতে করে প্রায় ২৫ বছরের ঐতিহ্যবাহী পদ্মা বাস সার্ভিস ধ্বংসের মুখে পড়তে হচ্ছে। পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক সুমন মিজি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হলে আমরা পরিবহন বন্ধ করে দেবো। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবহন নেতা সফিকুর রহমান, মোহাম্মদ সুমন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, আব্দুর রশিদ, নূরে আলম, দেলোয়ার হোসেন ও আ. রশিদ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur