Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জে ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনের নির্দেশে ফরিদগঞ্জ সদর ইউনিয়নের কাছিয়াড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাছিয়াড়া এলাকার কালা মিজি বাড়ির মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ আব্দুর রহমান (৩৫) এবং মধ্য ধানুয়া আদম খান বাড়ির মোঃ হারুন খানের ছেলে মোঃ ইয়াসিন খান (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিজস্ব প্রতিনিধি/
২৬ ডিসেম্বর ২০২৫