চাঁদপুরের ফরিদগঞ্জে গিজার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর শাশিয়ালী এলাকায় এমরান ঢালির বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে চালু থাকা ওয়াটার হিটার অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়। এতে টয়লেটের একটি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আহত এমরান ঢালিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur