Home / চাঁদপুর / রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, বাদ জুমা জানাজা
ইন্তেকাল

রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, বাদ জুমা জানাজা

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর মা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটের সময় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

২৬ ডিসেম্বর বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমার ছেলে অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

স্টাফ রিপোর্টার/
২৬ ডিসেম্বর ২০২৫