চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-জমাদ্দার দিঘীরপাড় গ্রামে ডুবাই দুবাই প্রবাসী মো.মানিক মিয়ার গৃহে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার মধ্যরাতে একদল অজ্ঞাত চোর চক্র গৃহের পাকঘরের টিনের চালা ভেঙ্গে কৌশলে প্রবেশ করে নগদ প্রায় দেড় লক্ষ টাকাসহ ২ ভরি স্বর্ণালংকার,মোবাইল ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।।
দুবাই প্রবাসী মানিক মিয়া’র স্ত্রী শারমীন আক্তার জানান, বুধবার রাতে তিনি সন্তানদের নিয়ে ঘুমানোর পর চোর চক্র রুমে স্প্রে ব্যবহার করে ঘুমন্ত অচেতন অবস্থায় রেখে নগদ টাকাসহ নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান ।
তবে তাদের ব্যবহারকৃত কিছু আলামত,১টি জ্যাকেট,১টি ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ১টি ক্যাপ পাওয়া যায়। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যগণ প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং রেখে যাওয়া আলামতের সূত্রানুযায়ী অপরাধীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।
এদিকে প্রবাাসীর বাড়ীতে চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শাজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur