Home / জাতীয় / রাজনীতি / তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন
tareq

তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেয়া হয়েছে। বিএনপির এ কান্ডারির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সব নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় তৃণমূল থেকে কেন্দ্র-সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।

২৫ ডিসেম্বর ২০২৫
এ জি