সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৪ ডিসেম্বর বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী ডা: মোহসিনা আনজুম স্মৃতি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে আমরা শুধু কম্বল দিতে আসিনি। মূলত এসেছি যা সামর্থ্য আছে তাই নিয়ে সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়াতে। ডা: মোহসিনা আনজুম স্মৃতি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানরা সুশিক্ষা গ্রহণের মাধ্যমে যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, পরিবার এবং দেশ ও জাতির কল্যাণী নিবেদিত হতে পারে সেজন্য আপনাদেরকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে। মনকে গরীব ভাবা যাবেনা। মনে সাহস থাকতে হবে। সবাই এগিয়ে আসতে হবে। শীত মানুষের দ্রুত ক্ষতি করতে পারে। তাই সকলকে সাবধানে থাকতে হবে।
শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী আশুরা মজুমদার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার পত্নী সাদিয়া ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) পত্নী স্বর্ণালী ঘোষ।
স্টাফ রিপোর্টার/
২৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur