আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা হাজী আমীন উর রশিদ ইয়াছিন-এর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তিনি ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
অন্যদিকে কুমিল্লা-৬ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-১০ নাঙ্গলকোট আসনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা ইয়াছির আরাফাত মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আজ সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান-এর কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র ক্রয় করেন।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মু. আব্দুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, নগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ব্যবসায়ী হাজী নূরউদ্দিন, সাবেক কাউন্সিল কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৪ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur