ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাহিদ হাসান বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এম এ হান্নান এর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ্ বিন হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস. এম ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা হলো এমন এক আলো যা ব্যক্তির অন্ধকার দূর করে, তার অন্তর্নিহিত সম্ভাবনাকে বিকশিত করে, নৈতিক মূল্যবোধ তৈরি করে এবং সমাজকে প্রগতিশীল ও উন্নত করতে সাহায্য করে, এটি শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন, দক্ষতা বৃদ্ধি ও জীবনকে অর্থপূর্ণ করার একটি অবিরাম প্রক্রিয়া, যা প্রত্যেক ব্যক্তি ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা জেসমিন, তাপস কুমার, রাকিব উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান/
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur