বিএনপির নিবেদিত প্রাণ বৃহত্তর মতলব থানা যুবদলের সভাপতি এবং তৎকালীন কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য ওচমান গণি মৃধা সোমবার (২২ ডিসেম্বর) মধ্যে রাতে ঢাকা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে এবং অসংখ্য আত্মীয় সজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব নিজ জন্মস্থান মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামে করিম কোল্ড স্টোর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় পার্টি নেতা মিজানুর রহমান খান,রাজনৈতিক সহযোদ্ধা ও সাবেক সাব রেজিষ্টার রফিকুল ইসলাম, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মরহুমের প্রতিবেশী কামাল উদ্দিন বিপ্লব ও মরহুমের জামাতা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান। নামাজে জানাজায় ইমামতি করেন নবকলস ওয়াপদা পাউবোর জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ সাইদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবু,মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কমিশনার মল্লিক মোঃ শাহজাহান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
নামাজে জানাজা শেষে মরহুম ওচমান গণি মৃধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur