Home / চাঁদপুর / সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে: ডিসি
ডিসি
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে: ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। যা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা। আসন্ন নির্বাচনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখার সুযোগ নেই। এটি আগামী একশ বছরের বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ গণভোট। এ নির্বাচনে ভুল বা গাফিলতির কোনো অবকাশ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকবে

তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে উপস্থিত চাঁদপুরের পুলিশ সুপার, রবিউল হাসান বলেন, কোনো অবস্থাতেই চাঁদপুরে ভোটগ্রহণের পরিবেশে কেউ বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। তিনি জানান, নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, বালু সন্ত্রাসী ও অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ মব সৃষ্টি করে হত্যা গুম করা এধরনের কোন সুযোগ দেয়া হবে না।তিনি গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার থেকে বিরত থাকতে বলেন ও নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী স¤পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপি সভাপতি খায়রুল আবেদীন স্বপন,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আবু তাহের মেজবাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আতাউল উল্লাহ শাজুলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্তয় করেন।

এসময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ ডিসেম্বর ২০২৫