চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খাজুরিয়া ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসএসসি ব্যাচ–১৯ দল।
নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য অবস্থায় থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে এসএসসি ব্যাচ–১৯ দল প্রতিপক্ষ খাজুরিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। খেলা উপভোগ করতে মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও ফরিদগঞ্জে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তারা।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur