ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মাহমুদের কাছ থেকে মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, বিএনপি নেতা শাহজাহান গাজী, যুবদল নেতা নকিব আহমেদ, কামরুল ইসলাম রাড়ি, মোস্তফা কামাল, আরিফ তরফদার এবং ছাত্রদল নেতা তানজিল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে রাখতে মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে তারা আশাবাদী।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur