Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / মনোনয়ন সংগ্রহ করেছেন ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ
মনোনয়ন

মনোনয়ন সংগ্রহ করেছেন ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, গুপ্টি পূর্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, যুবদল নেতা ফজলুর রহমান ফজলু, সোহেল খান, শাওন পাঠান, বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, ছায়েদ খান, মশিউর রহমান রিপন, এমএ টুটুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “অতীতে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। আপনারা আমার সঙ্গে ছিলেন বলেই আমি আজ এখানে। আগামীতেও আপনাদের সঙ্গে নিয়েই পথ চলতে চাই।”

তিনি আরও বলেন, “সকলকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। বিগত দিনে আপনারা নানা অন্যায়, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এবার ভোটের মাধ্যমে তার জবাব দেওয়ার সুযোগ এসেছে।”

এ সময় তিনি উল্লেখ করেন, “ফরিদগঞ্জের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
২১ ডিসেম্বর ২০২৫