Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / শহীদ ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে: মাহবুব আলম
ওসমান হাদীর

শহীদ ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে: মাহবুব আলম

শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য-সহ সমন্বয়ক মাহবুব আলম। হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পদযাত্রাটি পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৫ নির্বাচনী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম বলেন, শহীদ ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে সততার, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজনীতি। সমাজে দীর্ঘদিন ধরে একটি ট্যাবু তৈরি করে রাখা হয়েছে—রাজনীতি করতে হলে কালো টাকা থাকতে হবে, এমপি নির্বাচন কিংবা জনপ্রতিনিধি হতে হলে কালো টাকার মালিক হতে হবে। এই ট্যাবু ভাঙতেই আমি রাজনীতিতে এসেছি।

তিনি আরও বলেন, আমি তরুণদের স্বপ্নের একটি নতুন যাত্রা শুরু করে দিতে চাই। যদি আমি মাত্র ১০টি ভোটও পাই, তবুও সেই ভোট হবে সততা ও পরিবর্তনের পক্ষে। তরুণদের যে স্বপ্ন—একদিন তারা সংসদে যাবে, দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে—আমি সেই স্বপ্নের পথ তৈরি করতে চাই।

এনসিপি নেতারা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি ন্যায়বিচার ও গণতন্ত্রের বিরুদ্ধে একটি চরম আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এনসিপির নেতাকর্মীরা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২১ ডিসেম্বর ২০২৫