চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের(ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো: গোলাম জাকারিয়াকে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলী করা হয়েছে৷
১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো: গোলাম জাকারিয়া।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান মোঃ গোলাম জাকারিয়া। তিনি চট্রিগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নালিজম বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ২৮তম বিসিএস দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি চাঁদপুরে স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপ-পরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur