চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর বেলায় এক প্রবাসীর জায়গা দলবল নিয়ে জবর দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে ওই ভুক্তভোগী প্রবাসী জয়নাল আবেদীন মিঠুর স্ত্রী রেখা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সরজমিনে জানা যায়, বেলুতি গ্রামে প্রবাসী জয়নাল আবেদীন মিঠুর পৈত্রিক ও খরিদকৃত জায়গা জোর পুর্বক দখল করে ঘর নির্মান করতে আসেন তারই আপন ভাই মফিজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এ সময় প্রবাসী জয়নাল আবেদীন মিঠু স্ত্রী রেখা বেগম বাঁধা দিতে গেলে মফিজ গংরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার মেয়েকে মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের ডাকচিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত কিছুটা শান্ত হয়।পরে ভুক্তভোগী রেখা বেগম থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
প্রবাসী জয়নালের মেয়ে সৌরভী আক্তার বলেন, ঘটনার সময় আমি মাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে। তারা আমার মায়ের কানে ও গলায় থাকা স্বর্ণের দুল ও চেইন ছিঁনিয়ে নিয়ে যায়।
জমি দখল করার বিষয়ে রেখা বেগম বলেন, সম্পর্কে মফিজ উদ্দিন আমার ভাসুর হয়। আমার শ্বশুর মৃত ফজর আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বেলুতি মৌজায় ৩৫৯ দাগে ৪১ শতাংশের মধ্যে বড় ভাশুর আফিজ উদ্দিন স্থানীয় মোকলেছুর রহমানের মেয়েদের নিকট বিক্রয় করেন। আমার দুই ননদ সাহিদা ও লাভলী ওই দাগে তাদের অংশ আমার স্বামীর কাছে বিক্রয় করেন। অপর দিকে মফিজ উদ্দিন তার অংশ কোনো ভাগ বাটোয়ারা ছাড়াই রাস্তার পাশে চৌহদ্দি দিয়ে তার স্ত্রীকে লিখে দিয়ে জোর করে দখল করতে যায়।
এদিকে রেখা বেগম আরো অভিযোগ করে বলেন, তার ভাসুর মফিজ উদ্দিন সকলের অগোচরে তার বৃদ্ধা মা জাহানারা বেগমের অসুস্থতার সুযোগ নিয়ে ২০২১ সালে গোপনে অন্য জায়গা দিয়ে ৩৪ শতাংশ নিয়ে নেয়।
এদিকে ঘটনার বিষয়ে মফিজ উদ্দিনের স্ত্রী বলেন, এ জায়গা নিয়ে তারা আমাদের বিরুদ্ধে হয়রানীমুলক একাধিক মামলা করেছে। সব মামলা তাদের খারিজ করে দিয়েছে।
জায়গা দখলের বিষয়ে স্বীকার করে বলেন,তাদের জায়গায় তারা ঘর উত্তোলন করতে গিয়েছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুই পক্ষের দলিলপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur