Home / চাঁদপুর / চাঁদপুরে গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
গায়েবানা

চাঁদপুরে গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

শরিফ ওসমান হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত হাদীর জানাজা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিতদের জন্য সম্প্রচার করা হয়। গায়েবানা জানাজার নামাজের আগে দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।

গায়েবানা

গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২০ ডিসেম্বর ২০২৫