আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে চাঁদপুরে জেলার সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারী তিনজন প্রবাসী গ্রাহককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত তিনজনই জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক। তাদের মধ্যে জামাল হোসেন মোল্লা প্রথম স্থান, মোহাম্মদ মজিবুর রহমান দ্বিতীয় স্থান এবং মোঃ শাহজালাল তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স আহরণকারী হিসেবে জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহকরা ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ষষ্ঠবারের মতো প্রথম পুরস্কার অর্জনের গৌরবময় রেকর্ড স্থাপন করেছেন। এই ধারাবাহিক সাফল্য চাঁদপুর জেলার প্রবাসী অর্থনীতিতে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সম্মাননা প্রাপ্ত প্রবাসীরা অনুভূতি প্রকাশ করে বলেন, রাষ্ট্র ও জেলা প্রশাসনের এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur