চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩নং সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রকান্দি গ্রাামে অত্যন্ত মনোরম পরিবেশে মেধাভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত এসইএল মডেল একাডেমির পরিচালনায় ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এসইএল মডেল একাডেমি বিদ্যালয়ে ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল উদ্যোগে এ-বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল আয়োজনে এ বছর ৫ম শ্রেণির ১শ’৯৮ ও ৮ম শ্রেণির ১শ’১৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণ করেন। সকাল ১০টা ০৫ মিনিটে শুরু হয়ে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কয়েকটি মাধ্যমিক, প্রামিক বিদ্যায় ও কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের ৩১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এসইএল মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন ও মতলব উত্তর উপজেলার সাবেক সহকারী শিক্ষা অফিসার বর্তমান ফরিদগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার এ-বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।
এসইএল মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন বলেন,আজকে ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধা বৃত্তি এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষায় উৎসাহিত করা। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মানোন্নয়ন বৃদ্ধি, উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা। মতলব উত্তরে মিধাভিত্তিক শিক্ষা বিস্তারে এসইএল মডেল একাডেমির এই উদ্যোগ সবসময় থাকবে বলেও তিনি জানান।
মোঃ সালাউদ্দিন তিনি আরও বলেন,অল্প কিছু দিনের মধ্যেই এসইএল মডেল একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল ৫ম ও ৮ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর বর্নাঢ্য আয়োজনে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হবে। তিনি বলেন,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। কাজেই শিক্ষার কোনো বিকল্প নাই। তবে সে শিক্ষা হতে হবে মেধা ভিত্তিক শিক্ষা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করবেন, এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়াল সিআইপি।
নিজস্ব প্রতিবেদক/
১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur