কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে
কুমিল্লা-চাঁদপুর সড়কের আইদি পরিবহণ চলাচল
বন্ধ রাখার দাবিতে সকাল থেকে ধর্মঘট পালন করছে পরিবহন বাস মালিক শ্রমিকরা।
এতে করে কুমিল্লা থেকে বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৪০টি সড়কে চলাচলের ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ প্রায় ৪০টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে।
আইদি পরিবহন চাঁদপুর থেকে অনুমোদন পেয়ে কুমিল্লা জেলা প্রশাসন কোষাগারে তাদের টাকা জমা দিয়েছে, কিন্তু বোগদাদ পরিবহন আধিপত্য করে সড়কে অবরোধ তৈরি করে মানুষকে ভোগান্তিতে ফেলছে দাবী শ্রমিকদের।
জানা যায়, গত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহণ চলাচলের অনুমতি পায়।
তবে একই রোডে বোগদাদ পরিবহন একক রাজত্বে অন্যকোন পরিবহন চলতে দেয়া হবে না বলে আইদি পরিবহনকে মেনে নিতে পারছে না বাস মালিক পরিবহনের ওই সন্ডিকেটের নেতারা।
আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে আইদি পরিবহণ চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহণ চলাচলে বাধা দেয়।
এতে কুমিল্লা জেলা প্রশাসন রুট পারমিট দেয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দুরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করি।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur