কুমিল্লায় দাবি না মানলে ৪০টি সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে এসব সড়কে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহণ মালিকদের বৃহৎ সংগঠন কুমিল্লা বাস মালিক সমিতি।
নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কের আইদি পরিবহণ চলাচল বন্ধ রাখার দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
পরিবহণ নেতারা বলেন, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ প্রায় ৪০টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে। বিগত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহণ চলাচলের অনুমতি পায়।
ওই পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে আইদি পরিবহণ চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহণ চলাচলে বাধা দেয়। এতে কুমিল্লা জেলা প্রশাসন রুট পারমিট দেয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দুরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করি।
তিনি বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কিছু বাস জাঙ্গালিয়া টার্মিনালে আনা হলে কুমিল্লার শ্রমিক নেতারা বাধা দেন। এখন তারা পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, আইনি কোনো বাধা না থাকলেও কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে না।
কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আইদি পরিবহণ চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট-পারমিট পায়নি। তবুও তারা বাস টার্মিনাল ব্যবহার করতে চায়। আগে কয়েক দফায় বাধা দেওয়ার পরও বিজয় দিবসের দিন হঠাৎ টার্মিনালে কিছু বাস আনা হয়। বুধবারও বাস এখান থেকে চলাচল করে। এ টার্মিনালে বৃহস্পতিবারও বাস আনা হলে সকাল থেকে নগরীর ৩টি স্টেশন থেকে কোনো বাস ছেড়ে যাবে না। আমরা পরিস্থিতি কোনো দিকে যায় দেখছি। জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে পরিস্থিতি জানিয়েছি।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বুধবার সন্ধ্যায় বলেন, আমরা দুইপক্ষের সঙ্গে কথা বলেছি। কুমিল্লার পরিবহণ নেতাদের একটিই দাবি আইদি পরিবহণের বাস জাঙ্গালিয়া বাস টার্মিনালে ঢুকতে পারবে না। আমরা আইদিকে বিকল্প স্থান পদুয়ারবাজার থেকে বাস চালানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এ আদেশ না মানলে প্রশাসন আইদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। (সূত্র- যুগান্তর)
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur