Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রবাসীর বসতঘর আগুন দেয়ার অভিযোগ
প্রবাসীর

কচুয়ায় প্রবাসীর বসতঘর আগুন দেয়ার অভিযোগ

চাঁদপুরের কচুয়ার দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের মোল্লা বাড়িতে মঙ্গলবার মধ্য রাতে বাহারাইন প্রবাসী মো: ওমর ফারুকের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরিবারের দাবী শত্রুতার জেড়ে একটি প্রতিপক্ষ পেট্রল দিয়ে তাদের গৃহ পুড়িয়ে ক্ষতিসাধনের লক্ষে এ ঘটনা ঘটিয়েছে। এতে গৃহের মালামালসহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে বুধবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রবাসীর পরিবার জানান, মঙ্গলবার রাতে তারা ঘুমিয়ে পড়ে। হঠাত আগুনের শব্দ শুনে ঘুম ভাঙ্গে। এসময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য আশেপাশের প্রায় ১৫-২০টি পরিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পায়। আগুনের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ ডিসেম্বর ২০২৫