মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা এলাকার কিডস্ কিংডম পার্কের উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবসের দিন পার্কের ভেতরে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডস্ কিংডম পার্কের পরিচালক মো. জিল্লুর রহমান, মো. নাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
এসময় অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এমন উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কিডস্ কিংডম পার্কের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur