মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অঙ্গীকার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, অহংকার ও আত্মত্যাগের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ নানা ষড়যন্ত্রে হুমকির মুখে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনা মানেই গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বিএনপি সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিল এবং থাকবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার/
১৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur