চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার।
তিনি তার বক্তব্যে বলেন “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জনে পুলিশ বাহিনীর সদস্যরা সম্মুখসমরে অংশ নিয়ে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। তাঁদের এই ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশের পতাকার নিচে নিরাপদে বসবাস করছি।”
তিনি আরও বলেন “মুক্তিযুদ্ধ শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি আমাদের চেতনা ও আদর্শ। বীর মুক্তিযোদ্ধারা আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়। বিশেষ করে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে যেমন দেশের জন্য লড়েছেন, তেমনি যুদ্ধোত্তর সময়েও আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে ও হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গৌরবময় অধ্যায়। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এবং স্বাধীনতার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন, যা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি আরও বলেন, আজকের এই সংবর্ধনা আয়োজনের মাধ্যমে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো হচ্ছে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে।
এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) শাহ আলম বকাউল, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা এস আই নিরস্ত্র (অবঃ) আমির হোসেন।
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী চাঁদপুর জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাত ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফুর রহমান, চাঁদপুর পুলিশ হসপিটাল এর ডাক্তার এম আর সায়মন, ডিআইওয়ান মোঃ শোয়েবুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur