Home / সারাদেশ / কচুয়ায় জমি দান করলেন ডা. মোঃ আমিনুল ইসলাম
জমি
ডা: মো: আমিনুল ইসলাম

কচুয়ায় জমি দান করলেন ডা. মোঃ আমিনুল ইসলাম

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণের জন্য জমি দান করায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য ডা: মো: আমিনুল ইসলামের প্রতি চাঁদপুরের জেলা প্রশাসক আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। এখবর গোহট ইউনিয়নে ছড়িয়ে পরলে সবার মুখে মুখে ডা: মো: আমিনুল ইসলাম প্রশংসায় পঞ্চমুখে ভাসছেন।

গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয় রাজস্ব শাখার স্মারক নং ০৫.৪২.১৩০০.০০০.০১৫.১২.০০১৪.২৫-১৬৭৯ এর মাধ্যমে জমি দান করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার এর স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে জমি স্বল্পতা ও মূল্যমান বিবেচনায় ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য জমির সংস্থান একেবারে দূরহ। এহেন পরিস্থিতিতে আপনার প্রেরিত আধা সরকারি পত্রে জমি দানের মহৎ উদ্যোগের যে অবতারনা করেছেন, তা জেলা প্রশাসন চাঁদপুর সাদরে গ্রহণে আগ্রহী। আপনার এ মহৎ উদ্যোগ রাজস্ব প্রশাসনের উন্নয়ন এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে এক মাইলফলক ও অনান্য ভূমিকা রাখবে।

উল্লেখ্য প্রস্তাবিত ভূমি এ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হওয়ায় সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও যাতায়াতের দুর্ভোগ লাগবেও সহায়ক হবে। জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সরকারের অনুকুলে জমিদানের প্রস্তাবনার সাথে একাত্বতা প্রকাশ করছি। এমতাবস্থায় উল্লেখিত ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত ভূমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, চাঁদপুর এর অনুকুলে দান তথা হস্তান্তরের সার্বিক সহযোগীতা সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আমিনুল ইসলাম গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের কৃতি সস্তান।

সম্প্রতি কচুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন। তার পাশাপাশি গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করে আসছেন। ১৯২০ সালে প্রতিষ্ঠিত লুন্তি গ্রামের মধ্যপাড়ায় জরাজীর্ণ একটি মসজিদ পরে ছিলো। নতুন করে নতুন উদ্যোমে আধুনিক রূপে মসজিদটি পুনঃনির্মানের উদ্যোগ গ্রহণ করে ধর্মপ্রান মুসল্লিদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ১৫ নভেম্বর কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের প্রস্তুতি বিষয়ক ডে ক্যা¤প অনুষ্ঠানে প্রতিথি হিসেবে স্কাউটদের মাঝে বক্তব্য রেখে কচুয়াবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। ওইসময় ২হাজার স্কাউটদের মাঝে সুয়েটারও বিতরণ করেন তিনি। তাঁর বিভিন্ন কর্মকান্ডে কচুয়াবাসীর কাছে প্রশংসিত হচ্ছেন ডা: মো: আমিনুল ইসলাম। এদিকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ ডিসেম্বর ২০২৫