চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারের প্রাণকেন্দ্রে সাচার-গৌরিপুর রোডের পার্শ্বে কবির টাওয়ারে প্রযুক্তির আলোয় আলোকিত শিক্ষা এই প্রত্যয় নিয়ে বাংলা ও ইংলিশ ভার্ষনে সমন্বয়ে ‘রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনকে ঘিরে স্থানীয় অভিভাবক ও শিক্ষর্থীদের মাঝে উৎসাহের আমেজ দেখা দিয়েছে। সম্পূর্ন সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত (পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী) আবাসিক-অনাবাসিক, ডে-কেয়ার ও ফুল টাইম স্কুলিং পদ্দতিতে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রশাসনিক প্রধান-মোঃ জিয়াউদ্দিন মজুমদার বলেন, সাচার এলাকায় দীর্ঘদিন থেকে ভালোমানের স্কুল নেই। তাই সু-শিক্ষার মাধ্যমে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমরা অত্যাধুনিক মানের এ বিদ্যালয়টি স্থাপনের উদ্যোগ নিয়েছি। আগামী ২৭ ডিসেম্বর শিক্ষার্থীদরে ওয়ারেন্টিশন (উদ্বোধনী) ক্লাস শুরু হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur