Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / আল আমিন প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া

আল আমিন প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সকালে একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির দাতা সদস্য মোঃ শাহ জালাল পাটওয়ারী।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ফরিদগঞ্জ আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আলী মানিক প্রমুখ।

এছাড়াও বলিয়া আল আমিন প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক কুলছুম আক্তার, সহকারী শিক্ষক শাহরিন আক্তার, মোহাম্মদ সম্রাট, ফারজানা আক্তার, জেরিন আক্তার, মোঃ মেহেদী হাসান, সংবর্ধিত শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, শাহরিয়াদ পাটওয়ারী, নুসরাত জাহান, মেহেরাজ হোসেন সহ অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আলোচনায় একাডেমির উত্তরোত্তর আরও সফলতা কামনা করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১৩ ডিসেম্বর ২০২৫