Home / জাতীয় / মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে নির্দেশনা
Victory day

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে নির্দেশনা

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার ভেতরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতি জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, অর্থাৎ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতি আরও জানানো হয়েছে, দিবসের অনুষ্ঠান উপলক্ষে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার,ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। এছাড়া,পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

১৩ ডি সে ম্ব র ২ ০ ২ ৫
এ জি