চাঁদপুর শহরের ৪নং ওয়ার্ডের বেদে পল্লীতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজন করেছে বিনামূল্যে শীতকালীন মেডিকেল ক্যাম্প। “শীতকালীন রোগ-ব্যাধি ও সিজনাল সমস্যা থেকে মুক্তি পান” স্লোগানে ক্যাম্পটি অনুষ্ঠিত হয় স্থানীয় চাঁদপুর মেঘনা ডিপোর পাশে অবস্থিত ওমর বিন আব্দুল্লাহ জাবের নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা (কোভিড-১৯) সংক্রান্ত প্রাথমিক লক্ষণ যাচাই ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি জ্বর-সর্দি, কাশি, ডায়রিয়া, পেটের ব্যথা, ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ সাধারণ ও জটিল রোগের চিকিৎসা প্রদান করেন দুইজন অভিজ্ঞ এমবিবিএস ও এফসিপিএস জেনারেল ফিজিশিয়ান এবং দুইজন নার্স। মাদ্রাসার দরিদ্র ছাত্র-ছাত্রীসহ প্রায় ১৫০ জন এই সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চাঁদপুর জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি সময়োপযোগী এই সেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন মহতি আয়োজন সবসময়ই অনুকরণীয়। স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও স্থানীয়দের সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোঃ সোহরাব হোসেন মজুমদার। পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক বিএম হাছান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোঃ আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ হোসাইন মোহাম্মদ রাসেল, সদস্য নাঈম পাটওয়ারীসহ যুব স্বেচ্ছাসেবীগণ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক/
৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur