চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ফিল্টার ও কার্পেট বিতরণ করেছে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন। সোমবার সকালে ১৫২নং দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আল হিলাল ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সমাজের সচেতন মানুষদের অংশগ্রহণে এমন কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে।”
আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফারুক গাজী, আশিকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা আখন্দ, সাংগঠনিক সম্পাদক মো. আলম মাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব পাটওয়ারী, সদস্য স্বপন তপাদার, আল হিলাল ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মামুন খান, শাহাদাত মোল্লা, পলাশ, আলামিনসহ তিন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ফিল্টার ও কার্পেট পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এতে শিক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত হবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার মান আরও উন্নত হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক/
৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur