চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের “মতলব বাজারে” সোমবার (৮ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে একটি বেকারী ও একটি ফলের দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে লিটন সাহার ফলের দোকানে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে আনন্দ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন, বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে।মালামাল মজুদ করে কোন ব্যবসায়ী দাম বৃদ্ধির পায়তারা করলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur