Home / খেলাধুলা / ফিফা বিশ্বকাপ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?
ফিফা

ফিফা বিশ্বকাপ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য বহু প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হওয়ার পর এখন ফুটবলপ্রেমীদের নজর গ্রুপ বিন্যাসের দিকে। এবার টুর্নামেন্টটি ৪৮টি দল নিয়ে ১২টি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিটি গ্রুপেই রয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। ড্রয়ের ফলাফলের ভিত্তিতে কয়েকটি গ্রুপকে ‘গ্রুপ অফ ডেথ’ হিসেবে গণ্য করা হচ্ছে, যেখানে প্রথম পর্ব থেকেই শক্তিশালী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। আবার কয়েকটি গ্রুপে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়ে বিশ্ব ফুটবলের হেভিওয়েট দলগুলি নিজেদের পথ মসৃণ করার সুযোগ পেয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক, কোন গ্রুপগুলিকে কঠিনতম চ্যালেঞ্জের সামনে পড়তে হবে এবং কোন দলগুলি গ্রুপ পর্বে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে আছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে রয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তারা ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপে আরও আছে অস্ট্রিয়া ও জর্ডান।

একনজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল খেলবে:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দ

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

চাঁদপুর টাইমস ডেস্ক/
৬ ডিসেম্বর ২০২৫