চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ আগামী ৬ ডিসেম্বর শনিবার হাজীগঞ্জ উপজেলার দুটি উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা দিয়েছে। এ কারণে দিনব্যাপী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সমিতির স্মারক নং-২৭.১২.১৩৪৯.৫০৪.০৯.০১৫.২৫.১৮০৬ অনুযায়ী, ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ-১ ও হাজীগঞ্জ-২ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক এই ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি বলেও উল্লেখ করা হয়।
সতর্কতামূলক বার্তায় আরো বলা হয়েছে, কাজের স্বার্থে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। তাই সকল গ্রাহককে বিদ্যুৎ লাইন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর জেনারেল ম্যানেজার (অঃদাঃ) গোবিন্দ আপরওয়ালা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সকল গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেট/
৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur