Home / উপজেলা সংবাদ / কচুয়া / নামাজ পড়ে মাদ্রাসায় ফেরা হলো না শিক্ষার্থী
নামাজ

নামাজ পড়ে মাদ্রাসায় ফেরা হলো না শিক্ষার্থী

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় মাহিন হোসেন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সাচার পুলিশ ফাঁড়ির পাশে জামে মসজিদের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার বজুরীখোলা গ্রামের আশেক এলাহীর ছেলে। সে স্থানীয় সাচার বাজারের সাচার মারকাযুল কাসেমীয়া মাদ্রাসার ছাত্র ছিল।

স্বজনরা জানান, জুমার নামাজ শেষে সাচার বাজারের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে রাস্তা পার হচ্ছিল মাহিন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নামাজ

এ ঘটনায় এলাকাবাসী পিকআপচালক শাহিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘাতক পিকআপটিও জব্দ করেছে।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চালককে আটক করেছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবার চাইলে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ ডিসেম্বর ২০২৫