Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / রূপসা জমিদার বাড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
খালেদা

রূপসা জমিদার বাড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল এবং দেশের মানুষের শান্তি কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করেন রূপসা জমিদার পরিবারের সদস্য, মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াক্ফ এস্টেট, সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেট ও তহুরুন নেছা চৌধুরী ওয়াক্ফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনা আজ জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে। তারা জিয়া পরিবারের সার্বিক কল্যাণ এবং বাংলাদেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

মাহফিলে মুনাজাত পরিচালনা করেন রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইমাম বাবু, বিএনপি নেতা হুমায়ুন কবির টিপু, জেলা যুবদল সদস্য ফারুক খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা মোস্তফা কামাল টেলু, জাকির হোসেন, আনোয়ার হোসেন পাটোয়ারী, জহিরুল ইসলাম, বাবুল হোসেন, সাঈদী, শাওন শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান/
৫ ডিসেম্বর ২০২৫