জেলার প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার মো: জহিরুল ইসলাম জয় এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক এর ছেলে, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন , প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ ও বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

এসময় বক্তারা বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে জাতীয় মানের অনলাইনে প্লাটফর্মে এগিয়ে যাচ্ছে চাঁদপুর টাইমস্। দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ খবরের আস্থা হিসাবে নিসন্দেহে চাঁদপুর টাইমসকে বেচে নিয়েছে। বিশেষ করে পত্রিকার খবরের শিরোনাম আলাদা মোড়কে করায় অসাধারণ ভাবে ফুটে উঠেছে। হাটি হাটি পা পা করে পত্রিকাটি এক যুগে প্রবেশ করায় আমরা সত্যি আনন্দিত। সে কারনে পত্রিকার সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার চলমান কার্যক্রম এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা থাকলো।
চাঁদপুর টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া এবং কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক সুজন দাস, মেঘনা পোস্ট অনলাইনের সম্পাদক মজিবুর রহমান রনি, বিশিষ্ট সমাজসেবক আরিফ শেখ, নার্গিস ফুডের পরিচালক ফারুক হোসেন, সংবাদকর্মী জসিমউদদীন ও মোশাররফ হোসেন প্রমুখ।
হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নাছির উদ্দিন মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় চাঁদপুর টাইমসের সফলতা কামনায় এবং বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক/
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur