চাঁদপুর জেলার সদর উপজেলায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী বৃহৎ পরিসরে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টায় অভিযান পরিচালনা করেছেন বাবুরহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ চেকপোস্টে ট্রাফিক আইন লঙ্ঘন, অবৈধ যান চলাচল এবং নিরাপত্তা-সংকট সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম শনাক্ত করতে কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়। অভিযানে বিশেষভাবে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ ট্রাফিক আইনবিরোধী কর্মকাণ্ডকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হয়।
চার ঘণ্টাব্যাপী এ অভিযানে সর্বমোট ২২০টি গাড়ি তল্লাশি করা হয়। নিয়ম ভঙ্গের দায়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাইসেন্স না থাকায় ১০টি যানবাহন জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণকে ট্রাফিক আইন মানার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং নিয়মিতভাবে হেলমেট ব্যবহার, বৈধ লাইসেন্স সঙ্গে রাখা এবং ফিটনেস নিশ্চিত করার প্রতি আহ্বান জানান।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের কর্তৃপক্ষ জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক আইনের প্রতি অবহেলা বা অবৈধ যান চলাচল কোনোভাবেই সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রয়োজন অনুসারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তারা জানান।
চাঁদপুরে নিরাপদ সড়ক ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই ধরনের অভিযান জোরদার করার দাবি জানাচ্ছেন।
স্টাফ করেসপন্ডেট/
২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur